• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

বিস্ফোরণের এক মাস পর বৈরুত বন্দরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯
Huge fire breaks out at Beirut port a month after explosion
ফাইল ছবি

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের এক মাস পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নতুন করে এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি গুদামঘরে আগুন ধরেছে। ওই গুদামে টায়ার রাখা হতো। এদিকে আগুন নেভাতে দমকলকর্মীরা কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে তারা।

এর আগে গত ৪ আগস্ট ব্যাপক বিস্ফোরণে প্রায় ধুলিস্মাৎ হয়ে যায় বৈরুত বন্দর। সেখানে একটি গুদামে মজুদ থাকা প্রায় ৩ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে লেবাননের সরকার।

বিস্ফোরণের পর কালো ধোঁয়া এবং কমলা রঙের আগুন দেখা যায়। এমন পরিস্থিতিতে ওই বিস্ফোরণকে বোমা হামলা বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন একজন গোয়েন্দাও এমন ইঙ্গিত দেন।

দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ এই বিস্ফোরণে ১৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। আর রাজধানী বৈরুতের হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনা তদন্তে গৃহবন্দি বৈরুত বন্দর কর্মকর্তারা

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
কলকাতার বড়বাজারে আগুন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
X
Fresh