• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিস্ফোরণের ঘটনা তদন্তে গৃহবন্দি বৈরুত বন্দর কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২০, ০৯:০০
lebanon, beirut
বৈরুত বন্দরে বিস্ফোরণের আগে ও পরের ছবি

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য বন্দর কর্মকর্তাদের গৃহবন্দি রাখা হয়েছে। এমনটি জানিয়েছে লেবানন সরকার। এদিকে, ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি অব্যাহত আছে উদ্ধার কার্যক্রম।

বার্তা সংস্থা বিবিসি জানায়, মঙ্গলবারের ভয়াবহ ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা পাঁচ হাজারের বেশি ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকেই।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানিয়েছেন, আহতরা রাজধানীর ভেতরে ও বাইরে চিকিৎসা নিচ্ছেন।

বন্দরের কাস্টম প্রধান বাদ্রি দাহের জানান, তিনি এই রাসায়নিক পদার্থ সরিয়ে নেয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দিলেও তা সরানো হয়নি।