• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইসরাইল-আমিরাত চুক্তিতে লাভবান হবেন ট্রাম্প ও নেতানিয়াহু: হামাস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৭
Ismail Haniya, head of the political wing of the Palestinian Islamic Resistance Movement Hamas
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া

ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, এই চুক্তি যুদ্ধবাজ নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বার্থরক্ষা ছাড়া আর কিছু করবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া এই কথা বলেছেন।

তিনি আরও বলেন, এই চুক্তি থেকে একমাত্র এই দুই ব্যক্তি লাভবান হবেন, অন্য কেউ নয়। চুক্তির কোনো যৌক্তিকতা নেই। এতে ফিলিস্তিন কিংবা আরব আমিরাতের জনগণের স্বার্থ রক্ষা হবে না। এ থেকে শুধু ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু লাভবান হবেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট ইসরাইল এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর হয়। বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন- ইহুদিদের সন্তুষ্ট করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন ট্রাম্প। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক সঙ্কটের মধ্যে থেকে মুক্তির জন্য এই চুক্তিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন।

সূত্র- পার্স টুডে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh