• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনের নেতৃত্বে পরিবর্তন চান ট্রাম্পের জামাতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪২
Palestine leaders condemn US’ call for new leadership
সংগৃহীত

ফিলিস্তিনের নেতৃত্বে পরিবর্তন আনতে দেশটির মানুষজনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জেরাড ‍কুশনার। তবে কুশনারের এমন আহ্বানের পর তার তীব্র সমালোচনা করেছেন ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-র সিনিয়র সদস্যরা।

আনাদোলু এজেন্সিতে এক বিবৃতিতে তারা বলেন, কুশনারের এমন বক্তব্য ‘ফিলিস্তিন নেতৃত্বের বিরুদ্ধে উসকানি এবং আরও চাপ প্রয়োগের চেষ্টা’।

এর আগে ‍কুশনার আল জাজিরাকে বলেন, ফিলিস্তিনকে জনগণের ‘আরও উন্নত জীবন’ দিতে পারবে এমন নেতা নির্বাচন করা উচিত।

তিনি বলেন, ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য একটি নিরাপত্তা পরিকল্পনা রয়েছে এবং ফিলিস্তিনিদের জন্য একটি প্রস্তাব রয়েছে। আমরা আশা করি তারা এটা গ্রহণ করবে। গত ২৮ জানুয়ারি ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র দিকে ইঙ্গিত করে কুশনার এ কথা বলেন। ওই চুক্তি অনুযায়ী, অখণ্ড জেরুজালেমকে ইসরায়েলে রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রের কথা বলা হয়নি সেখানে।

পিএলও’র নির্বাহী কমিটির সদস্য এবং প্যালেস্টিনিয়ান পিপলস পার্টির মহাসচিব বাসেম আল-সালিহি বলেছেন, কুশনার মার্কিন-ইসরায়েলি চক্রান্ত অব্যাহত রাখতে চাইছেন। এর ফলে ফিলিস্তিনিদের অধিকার এবং তাদের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে পিএলও’র সমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
X
Fresh