• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা গণহত্যা: জাতিসংঘকে তথ্য দিলো ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২০, ২০:০০
facebook, un
ছবি- সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর জন্য বেশ কয়েকটি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের তথ্য জাতিসংঘকে দিয়েছে ফেসবুক।

২০১৮ সালে দেশটির সেনাবাহিনীদের পরিচালিত এই পেজগুলো রিমুভ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।।

ফেসবুকের মিডিয়া উইং সেলের প্রধান ক্লিভ রিচার্ড বলেছেন, তদন্ত এগিয়ে চলার সঙ্গে আমরা প্রাসঙ্গিক তথ্য দিয়ে জাতিসংঘকে সহযোগিতা করতে থাকব।

গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে আফ্রিকার গাম্বিয়া।

২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমার থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

পরের বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল মিয়ানমারের আন্তর্জাতিক অপরাধের তথ্য সংগ্রহ করতে স্বাধীন তদন্ত প্রক্রিয়া শুরু করে।

সে সময় জাতিসংঘ অভিযোগ করেছিল ফেসবুক তাদের কোনও তথ্য দিয়ে সাহায্য করছে না। আইসিজেতে মিয়ানমারের নামে মামলা করা গাম্বিয়াকেও ফেসবুক তথ্য দিতে অস্বীকৃতি জানায়।

ফেসবুক কর্তৃপক্ষ তখন বলেছিল, গ্রাহকের কোনও তথ্যই তারা পাচার বা ফাঁস করতে পারে না। যদিও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh