• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিস্ফোরণের কারণে বৈরুতে ভূমিকম্প (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১১:৫১
beirut, explosion
ছবি- সংগৃহীত

‘আমার মনে হচ্ছিল ভূমিকম্প শুরু হয়েছে। এমন বিকট শব্দ আমি কোনও দিন শুনিনি। শব্দ শুনে আমি মাটিতে শুয়ে পড়ি। অপেক্ষায় ছিলাম কখন কম্পন শেষ হবে। কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখলাম রাস্তায় অনেকেই ভয়ে ছোটাছুটি করছে।’ লেবাননে থাকা বার্তা সংস্থা সিএনএনের প্রতিনিধি বেন ওয়েডেম্যান কথাগুলো বলছিলেন।

কম্পন শেষ হওয়র পর রাজধানী বৈরুতে মার্কিন গণমাধ্যমটির ব্যুরো অফিসে থাকা সব কিছু ওলট পালট হয়ে যায়।

আসল ঘটনা হচ্ছে মঙ্গলবার রাতের বৈরুত বন্দরের একটি গুদামে ভয়ানক বিস্ফোরণে কারণে সৃষ্টি হয় ভূমিকম্পের। বিস্ফোরণে নিহতের সংখ্যা ৭৮ ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা চার হাজারেরও বেশি।

জার্মানির জিওসায়েন্স সেন্টার-জিএফজেড জানিয়েছে, গুদামের ওই বিস্ফোরণে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়।

ভয়াবহ ওই বিস্ফোরণ অনুভূত হয় বৈরুত থেকে ২০০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের অপর পারের ইউরোপের সাইপ্রাসেও।

গুদামে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী মোহম্মদ ফাহমি।

এর মধ্যে রাতেই টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশবাসীকে আশ্বস্ত করে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, দোষীদের কোনও ভাবে রেহাই দেয়া হবে না।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) আগেই জানায়, বিস্ফোরণের কারণে যে সব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রীর সদর দপ্তরও রয়েছে। লেবাননের প্রেসিডেন্টের সরকারি বাসভবন বাবদা প্যালেসেরও ক্ষতি হয়েছে এতে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবানন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৯
X
Fresh