logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২০, ০৮:১৮
আপডেট : ১২ জুলাই ২০২০, ০৯:৩৫

অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

Amitav bachhan
অমিতাভ বচ্চন
বলিউডে আগেই হানা দিয়েছিল করোনা। এবার আক্রান্ত হলেন স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহেনশা-কে।

টুইটারে অমিতাভ লিখেছেন, পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।

অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবরে তিনি দুঃখিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারে #AmitabhBachchan ট্রেন্ডিং হতে শুরু করে। বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও তাঁর দ্রুত আরোগ্য চেয়েছেন। ‘পিঙ্ক’-এর অভিনেত্রী তপসী পান্নু লিখেছেন, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এসজে

 
RTV Drama
RTVPLUS