• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আরটিভি প্লাসে মুক্তি পেলো ‘জন্মভূমি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০২০, ১৯:৫১
jonmovumi movie
জন্মভূমি সিনেমা

বেঙ্গল মাল্টিমিডিয়ার অন্যতম সেরা নিবেদন চলচ্চিত্র ‘জন্মভূমি’। সিনেমাটির গল্পে বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুপালংয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। মিয়ানমার সরকার ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালালে জীবন বাঁচানোর জন্য প্রায় ১১ লাখ শরণার্থী নিজেদের জন্মভূমি ছেড়ে বাংলাদেশে প্রবেশ করে।

চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। এরইমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এবারই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেলো বহুল আলোচিত চলচ্চিত্রটি। আরটিভির ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে আরটিভি। সেখানেই দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন।

‘জন্মভূমি’ ২৪তম মিলান চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, টরেন্টোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ),২০তম রেইনবো চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। ২০১৮ সালে ইউএন হেড কোয়ার্টারে বাংলাদেশ এম্বাসির আয়োজনে জন্মভূমি চলচ্চিত্র প্রদর্শিত হয়, এছাড়া ইউকের হাউস অব কমোন্সে পার্লামেন্ট মেম্বারদের উপস্থিতিতে প্রদর্শিত হয় জন্মভূমি।

জন্মভূমি ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সায়রা আক্তার জাহান, সংগীতা চৌধুরী, অঙ্কন চাকমা, জয়নাল জ্যাক, পামেলা কেচার, নাসির উদ্দিনসহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রসূন রহমান আর নির্বাহী প্রযোজক সৈয়দ আশিক রহমান।

উল্লেখ্য, স্যাটেলাইটের পাশাপাশি ডিজিটালেও বেশ জনপ্রিয় আরটিভি। রয়েছে এক কোটিরও বেশি ফেসবুক ফ্যান ফলোয়ার, যা বাংলাদেশি টিভি চ্যানেলগুলোর শীর্ষে। এছাড়া রয়েছে আরটিভির অনুষ্ঠান ভিত্তিক বেশ কিছু চ্যানেল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশে এই প্রথম ভিডিও অন ডিমান্ড (ভিওডি) প্লাটফর্ম ‘আরটিভি প্লাস’ (Rtvplus.tv) নিয়ে এসেছে আরটিভি।

চার ধরনের সাবস্ক্রিপশন ক্যাটাগরিতে, আরটিভি প্লাসের প্লাটফর্মের মাধ্যমে দেখা যাবে নাটক, সিনেমা, গান, টকশোসহ নানা অনুষ্ঠান। সাবস্ক্রিপশন খরচ: সাপ্তাহিক প্যাকেজ ১৫ টাকা, মাসিক প্যাকেজ ৫০ টাকা, ৬ মাসের প্যাকেজ ২৭৫ টাকা এবং বাৎসরিক প্যাকেজ ৫০০ টাকা। সাবস্ক্রিপশনের মাধ্যমে একজন গ্রাহক সব ধরনের কন্টেন্ট দেখতে পারবেন কোনো ধরনের অ্যাড ব্রেক ছাড়া।

এম/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh