logo
  • ঢাকা রোববার, ১৮ এপ্রিল ২০২১, ৫ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুন ২০২০, ১৫:১৯
আপডেট : ০৩ জুন ২০২০, ১৫:৪৪

প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ পছন্দ হয়নি পামেলার

Pamela Denise Anderson,
ছবি সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তার অভিনিতি ‘বেওয়াচ’ টিভি সিরিজ ১৯৯০ সালে দারুণ সাড়া ফেলেছিল।

এদিকে ‘বেওয়াচ’-এরই অ্যাডাপটেশন করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি হাল সময়ে হলিউডেও কাজ করছেন।

কিন্তু প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ নিয়ে খুশি নন পামেলা। প্রিয়াঙ্কা চোপড়া, ডোয়েন জনসন অভিনীত ‘বেওয়াচ’ ছবিটি নাকি তার পছন্দ হয়নি।

বিতর্কিত এই সিরিজ জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ছিলেন পামেলা অ্যান্ডারসন। তা অনেক সমালোচকই স্বীকার করেছিলেন।

সেই ছবিটিতে পামেলা তার সহ-অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ অনুষ্ঠানে পামেলা জানান, এই ‘বেওয়াচ’-এর মতো সিরিজ ফিল্মে পরিণত করা অর্থহীন। ২০১৭ সালের বিশাল বাজেটের এই ছবি এমন কিছু দেখাতে পারেনি যা কম বাজেটের সিরিজে ছিল না। ‘

অভিনেত্রীর প্রশ্ন, ‘৬৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে যা দেখানো হয়েছে, পাঁচ মিলিয়নেই তা আমরা দেখিয়ে ছিলাম। এতে নতুনত্ব কোথায়?’

এম

RTV Drama
RTVPLUS