logo
  • ঢাকা সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ভারতীয় অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৭ মে ২০২০, ১৬:৪১ | আপডেট : ১৭ মে ২০২০, ১৭:০৭
Manmeet Grewal
ছবি সংগৃহীত
ভারতীয় অভিনেতা মনমীত গ্রেওয়াল আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।  

মুম্বাই-এর খারগর টাউনের ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে মনমীতকে ঝুলন্ত অবস্থায় দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেন তার স্ত্রী।
এদিকে স্বামীকে একাই বাঁচানোর চেষ্টা করেন তার স্ত্রী। কিন্তু তার একার পক্ষে এটা সম্ভব ছিল না। চিকিৎকার সহযোগিতা চাইলেও করোনাভাইরাসের ভয়ে কেউ এগিয়ে আসেননি।

মনজিৎ সিং নামে মনমীতের কাছে এক ব্যক্তি জানিয়েছেন, মনমীত অর্থনৈতিক সংকটে ভুগছিলেন। আর এ কারণে সে খুব হতাশায় ছিল। মূলত লকডাউনের ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। এতে করে মনমীতের আয় বন্ধ হয়ে যায়।

পুলিশ জানায়, লকডাউনের জন্যই মনমীত সমস্যার মধ্যে যাচ্ছিল। তার হাতে টাকা ছিল না। এমনকি  ৮,৫০০ রুপি বাড়ি ভাড়ার টাকাও তার কাছে ছিল না।

ওই ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন মনমীত। দুই বছর সংসার করেছেন তারা। জানা গেছে, মনমীত ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করতেন।

এম

 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়