• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এই পরিস্থিতি কারোই কাম্য ছিল না: মোশাররফ করিম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১৩:৪৭
Mosharraf Karim,
ছবি সংগৃহীত

দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। বছর জুড়েই যিনি শুটিং সেটে ব্যস্ত সময় পার করেন। বর্তমান করোনা পরিস্থিতির কারণে গেল ১৮ই মার্চ থেকে বন্ধ রয়েছে শুটিং।

এই অভিনেতার ঈদের কয়েক মাস আগে থেকেই বিশেষ নাটকের কাজের ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু এবার অন্যরকম এক সময় পার করছেন মোশাররফ করিম। শুটিংয়ের পরিবর্তে এখন তিনি বাসায় অবসর সময় কাটাচ্ছেন।

এ ব্যাপারে মোশাররফ করিম বলেন, এই পরিস্থিতি কারোই কাম্য ছিল না। কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে মেনে নিয়েই চলতে হবে। শুধু আমাদের দেশেই নয়, পুরো পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে। পরিবেশ সুস্থ হলে আর বেঁচে থাকলে অভিনয় করা যাবে। এটা নিয়ে এখনই কিছু ভাবছি না।

এবার ঈদে দর্শকরা তার অভিনীত কোনও নাটকের সিক্যুয়াল পাবেন না। তবে লকডাউনের আগে যেসব খন্ড নাটকের শুটিং শেষ করেছিলেন, সেখান থেকে বেশ কয়েকটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন এই অভিনেতা।

এদিকে টালিউডের সিনেমা ‘ডিকশনারি’র শুটিং-এ কলকাতায় গিয়েছিলেন মোশাররফ করিম। কিন্তু লকডাউন শুরু হওয়ার কারণে সামান্য কিছু কাজ শেষ না করেই ঢাকায় ফিরতে হয় তাকে।

গল্পে মোশাররফকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে। যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছেন। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন পৌলমি। ছবিতে আরও অভিনয় করেছেন আবির, পরমব্রত ও নুসরাত জাহান।

ছবিটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী, নাট্যকার-অভিনেতা ব্রাত্য বসু।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh