• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পূর্ণিমার এই সময়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ মে ২০২০, ১২:০৯
পূর্ণিমা
ছবি সংগৃহীত

লকডাউনের জেরে কারও মনের অবস্থা ভালো নয়। ঘরবন্দি মানুষ আজ মুক্তির প্রতিক্ষায় দিন গুনছে। করোনার কারণে জীবন গেছে থমকে। তবুও মানুষ থেমে থাকে না। তাকে চলতে হয়। সুন্দর আগামীর আশায়। মানুষ স্বপ্ন দেখে সুন্দর পৃথিবীর। সুখে শান্তিতে থাকার। আর এই স্বপ্নগুলোই তাদের এগিয়ে নিয়ে চলে। এমন অনেক স্বপ্নের উপরে ভর করে আজকের এই অবস্থানে এসেছে মানুষ।

আর সবার মতো গেল ১ মাস ধরে ঘরবন্দি সময় কাটছে চিত্রনায়িকা পূর্ণিমার। করোনা সচেতনতায়ও ভূমিকা রাখছেন নিজের মতো করে।

এ ব্যাপারে পূর্ণিমা বলেন, এটি এমন একটি ভাইরাস যার কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এখন আমাদের ঘরে থাকার ও সচেতন থাকার কোনও বিকল্প নেই। আশা করি এই রোজাতেই মহান আল্লাহ করোনাভাইরাসের মতো এই মহামারি থেকে সবাইকে মুক্তি দেবেন।

তিনি আরও বলেন, আর আমি বাসায় পরিবারের সাথে সময় কাটাচ্ছি এখন৷ আড্ডা দিচ্ছি সবাই মিলে। বিভিন্ন রেসিপি তৈরির চেষ্টা করছি। তাছাড়া সিনেমা দেখা হচ্ছে। বাইরে যাওয়ার সুযোগ নেই, তাই বাসাতেই যেন সুন্দরভাবে সময় কাটে সেই চেষ্টা করছি।

সম্প্রতি ‘জ্যাম’ এবং ‘গাঙচিল’ নামে দুটি ছবিতে কাজ করেছেন পূর্ণিমা। ছবি দুটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। জ্যাম-এ পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। আর গাঙচিল-এ পূর্ণিমার সঙ্গে দেখা যাবে ফেরদৌসকে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোল পূর্ণিমা আজ
সংখ্যা বাড়িয়ে দর্শকের গালি খেতে রাজি নন পূর্ণিমা
এমপি হয়েই নতুন চলচ্চিত্রে ফেরদৌস
X
Fresh