• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিপন্ন মানুষের পাশে ফেরদৌস

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৮:৫৭
ফেরদৌস
ছবি সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস বিপন্ন মানুষের কষ্ট লাঘবের জন্য রমজান মাস জুড়ে ত্রাণ দেবেন।

জানা গেছে, হঠাৎ বৃষ্টি খ্যাত এই নায়ক করোনা সংকটের শুরু থেকেই কিছু পরিবারকে নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন। এ ত্রাণ কার্যক্রম চলছে রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন ধামাল কোট ও নিজ গ্রাম কুমিল্লার তিতাস উপজেলায়।

স্বেচ্ছাসেবক দিয়ে দরিদ্র পরিবার চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছেন তিনি। এছাড়া যশোরে তার শ্বশুর প্রয়াত সংসদ সদস্য আলী রেজা রাজুর প্রতিষ্ঠানের হয়ে পরিচালিত সহায়তা কার্যক্রমও সমন্বয় করে যাচ্ছেন ফেরদৌস।

এ ব্যাপারে ফেরদৌস বলেন, এ সংকটে বিত্তবানদের সহায়তার হাত প্রসারিত করা উচিত। আমারও একটা লিমিট আছে। হয়তো সেটি পূরণ হয়ে গেলে আমাকেও থেমে যেতে হবে। তবে যতদিন সামর্থ্য থাকবে ততদিনই এ কার্যক্রম চালিয়ে যাব।

করোনাভাইরাস বিরোধী একাধিক মাধ্যম থেকে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করছেন ফেরদৌস। এছাড়াও অভাবে থাকা মেকআপ শিল্পীদের পাশেও দাঁড়িয়েছেন তিনি।

দেশে করোনা সংকটের শুরু থেকেই চলচ্চিত্র তারকারা ত্রাণ বিতরণ করছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিউদ্যোগেও ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh