• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এক লাখ দিন মজুরের পরিবারের দায়িত্ব নিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১৬:০৭
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

করোনা মোকাবিলায় ভারতের শোবিজ অঙ্গনের মানুষ এক হয়েছেন। নিজেদের জায়গা থেকে সেরা অনুদান করছেন তারকারা। দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখাচ্ছে ভারতীয় তারকারা।

লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। এবার সেই সব দিন মজুরদের পাশে দাঁড়ালেন সুপারস্টার অমিতাভ বচ্চন। ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লাখ দিনমজুরের খাবারের দায়িত্ব নিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের ১ লাখ শ্রমিকের দায়িত্ব নিয়েছেন অমিতাভ। এই উদ্যোগে তিনি পাশে পেয়েছেন সোনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্সকে।

সোনি পিকচার্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে অমিতাভ একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে তারা ও কল্যাণ জুয়েলার্স শাহেনশাহের পাশে আছে। দেশের সব ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লাখ দিনমজুর ও তাদের পরিবারকে মাসিক রেশনের দায়িত্ব নিয়েছে তারা। দেশের একটি হাইপারমার্কেট চেনের মাধ্যমেই সমস্ত পরিবারকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। তাছাড়া পরিবারগুলোকে অর্থিক সাহায্যও করা হবে বলে জানানো হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
চলচ্চিত্রে অভিনয় না করার কারণ জানালেন ববিতা
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
X
Fresh