• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দলীয় কর্মীদের মিমির নির্দেশ 

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০২০, ১৯:১৪

কদিন আগেই লন্ডন থেকে ফিরেছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। সেখান থেকে ফিরে নিজেকে গৃহবন্দি করে রেখেছেন। যাদবপুরের এই সাংসদ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত। এরই মধ্যে বিভিন্ন এলাকায় তিনি নিজে উদ্যোগ নিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের।

এক ভিডিও বার্তায় মিমি বলেছেন, এই সময় আমরা সবাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এখন সবাইকে সবার পাশে থাকতে হবে। গুজব না ছড়িয়ে রাজ্য সরকারের জারি করা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেছেন, যারা এই পরিস্থিতিতেও ঘরের বাইরে যাচ্ছেন বা ভিড় এলাকায় যাচ্ছেন, তারা অবশ্যই মাস্ক পরুন। চেষ্টা করবেন খুব জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে না বাইরে যাবার।

এছাড়া খাবার পরিবেশনের আগে ও খাবার খাওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার আবেদনও করেন মিমি। যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ধারের কাছেও ঘেঁষবে না।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে না করেও ৩ সন্তানের মা মিমি চক্রবর্তী
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh