• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‌করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন অমিতাভ, ভক্তদের উদ্দেশে বার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মার্চ ২০২০, ১১:৪৬
‌করোনা ভাইরাস, উদ্বিগ্ন, অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এই মারণ ভাইরাসকে ইতোমধ্যে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কোভিড১৯ নিয়ে উদ্বিগ্ন বলিউড থেকে হলিউড তারকারাও। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন অস্কারজয়ী অভিনেতা-পরিচালক টম হ্যাংকস ও তার স্ত্রী রিতা উইলসন। অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সিনেমা হলে চলচ্চিত্রের মুক্তিও বন্ধ হয়েছে।

তবে গেল বৃহস্পতিবার বলিউড অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। যেই ভিডিওতে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছেন তিনি। যদিও তা কবিতার মাধ্যমে। করোনা ভাইরাস নিয়ে তিনি জানান, এই মহামারির জন্য মানুষ ভয়ে-আতঙ্কে রয়েছে। এরপর নিজের লেখা কবিতার মধ্য দিয়ে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলেন তিনি। তিনি তার অনুসারীদের উপদেশ দিয়ে বলেন, বার বার হাত ধুয়ে নিন এবং নিরাপদে থাকুন। এই ভিডিও শেয়ার করার পর অমিতাভ লেখেন, ‘কোভিড-১৯ নিয়ে উদ্বেগে আছি। কবিতার মধ্য দিয়ে সেটা প্রকাশ করলাম। দয়া করে নিরাপদে থাকুন।' ভিডিওতে ৭৭ বছরের অভিনেতা আমলা ও কালোজিরা দিয়ে তৈরি পানীয় সেবন করার পরামর্শ দেন।

তিনি বলেন, সতর্কতামূলক নিয়মগুলো মেনে চলুন এবং মহামারির সঙ্গে লড়াই করুন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্রে অভিনয় না করার কারণ জানালেন ববিতা
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক
হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
X
Fresh