logo
  • ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০ আশ্বিন ১৪২৭

গান গেয়ে পুরস্কার পেলেন নায়ক

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ১২ জানুয়ারি ২০২০, ১৮:৪৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৯:০২
অনির্বাণ ভট্টাচার্য
অনির্বাণ ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দুই অঙ্গনেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

শখের বসে গানও গেয়ে থাকেন তিনি। 'শাহজাহান রিজেন্সি' ছবিতে একটি গানে কণ্ঠে দিয়েছিলেন এই অভিনেতা। 'কিচ্ছু চাইনি আমি' শিরোনামে গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। একই চলচ্চিত্রে গায়ক এবং নায়ক দুইভাবেই পেয়েছেন দর্শকরা।

এবার সেই গানটির জন্যই সেরা 'প্লেব্যাক সিঙ্গার' এর পুরস্কার জিতে নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। রোববার 'ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' আয়োজিত সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে এই নায়ক-গায়কের হাতে সেরা 'প্লেব্যাক সিঙ্গার' এর পুরস্কার তুলে দেয়া হয়।

পুরস্কার নেয়ার পর আরও একবার উপস্থিত অতিথিদের জন্য 'কিচ্ছু চাইনি আমি' গানটি গেয়ে শোনালেন অনির্বাণ।

এই অনুষ্ঠানে সেরা 'প্লেব্যাক সিঙ্গার' হিসাবে অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও নির্বাচিত সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়।

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়