• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০২০, ১৮:৩৬
তিশা
নাটকের দৃশ্যে তিশা

এমন কিছু সম্পর্ক থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। কিছু সম্পর্কের কোনও নাম হয় না। অনেক সময় একজন নেত্রীর প্রেম, ভালোবাসা ও বিয়ের সময় হয়ে উঠে না। রাজনীতিতে হন নিবেদিত প্রাণ।

এই নিবেদিত প্রাণকে নিয়ে অনেকে স্বপ্ন দেখেন। অনেক সময় এই স্বপ্ন বাস্তবে রুপ লাভ করে আবার অনেক সময় এই স্বপ্ন অধরা থেকে যায়। রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে অনেকের জীবন চলে যায়। এমনই গল্প নিয়ে নাটক আদা সমুদ্দুর।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আরও রয়েছেন মাহমুদুল ইসলাম মিঠু, মুশফিক আর ফারহান, তাবাসসুম মিথিলা, নিকুল কুমার মন্ডল, দাউদ নূর, আনোয়ার হোসেন, শিখা মৌসহ অনেকে। নাটকটি রচনা করেছেন দয়াল সাহা।

নাটকটির পরিচালক রাইসুল তমাল বলেন- আদা সমুদ্দুর নাটকটি অনেক বড় বাজেটের। কোনও কিছুর কমতি রাখা হয়নি নাটকটি করতে গিয়ে। নাটকের জন্য সুন্দর একটি গানও তৈরি করা হচ্ছে।

তিশা বলেন- অনেক ভালো একটি কাজ। আশা করছি ব্যতিক্রমধর্মী এই কাজটি সবার ভালো লাগবে।

জানা গেছে, নাটকটি আসছে ভালোবাসা দিবসে স্বদেশ এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেল ও একটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
কালিয়াকৈরে ইসতিসকার নামাজ আদায়
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
X
Fresh