logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জানুয়ারি ২০২০, ১৯:১৯

ঢাকায় আসছেন শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জি
শ্রাবন্তী চ্যাটার্জি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ঢাকায় আসছেন। আগামীকাল বৃহস্পতিবার ‘বিক্ষোভ’র শুটিং-এ অংশ নিতে দুই সপ্তাহ এখানে অবস্থান করবেন তিনি। বাংলাদেশের প্রযোজনা সংস্থা স্প্ল্যাশ মিডিয়ার পক্ষ থেকে গণমাধ্যেম বিষয়টি জানানো হয়।

এর আগে গেল বছর সেপ্টেম্বরে এই ছবির শুটিং এ অংশ নেন শ্রাবন্তী। এতে আরও অভিনয় করেছেন  রজতাভ দত্ত, শান্ত খানসহ অনেকে।

জানা গেছে, একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০১৮ সালের ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সংঘটিত ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘বিক্ষোভ’।

বাংলাদেশে শ্রাবন্তী অভিনীত প্রথম ছবি ‘যদি একদিন’।  গেল বছর নারী দিবসে ছবিটি মুক্তি পায়। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে শ্রাবন্তীর বিপরীতে ছিলেন তাহসান খান। পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

এম

RTVPLUS