• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদী টালিউড

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৯
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ
সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, সরাত জাহান, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম।

ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অশান্তির আবহ। আসাম, ত্রিপুরা, বাংলার পর অশান্তির আঁচ রাজধানী দিল্লিতে।

গেল রোববার বিকেলে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। আর বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর দিল্লি পুলিশ চড়াও হয়। বিষয়টি নিয়ে নিন্দা জানান টালিউড তারকারা। জামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক অপর্ণা সেন, সৃজিত মুখার্জি, অনুপম রায় থেকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই। প্রতিবাদে জাতীয় পুরস্কার বয়কট করেছেন পরিচালক সুপ্রিয় সেন।

অন্যদিক নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গণআন্দোলনে পথে নেমেছেন গৌতম ঘোষ, মিমি চক্রবর্তী, সোহম, নুসরাত জাহান।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি টুইটারে লেখেন, আর কেউ না হলেও ছাত্ররা এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ‘ব্ল্যাক ডে’ হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের জোর সমালোচনা করেছেন তিনি।

পরমব্রত লেখেন, হিরক রাজার দেশে। সৃজিত লেখেন, দেশের ছাত্রসমাজের উপর এরকম নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি। পরিচালক অরিন্দম শীলও জামিয়া পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে পোস্ট শেয়ার করেছেন।

সূত্র- সংবাদ প্রতিদিন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় প্রমি রানী সাহা হত্যার প্রতিবাদে মানববন্ধন
জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙায় ফখরুলের প্রতিবাদ
X
Fresh