logo
  • ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০, ৪ মাঘ ১৪২৭

মেকআপ আর্টিস্টের ছেলের বিয়েতে সালমান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:২৪
সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান নানা কারণেই আলোচনায় থাকেন। এবার মেকআপ আর্টিস্টের ছেলের বিয়েতে হাজির হলেন তিনি। গেল বৃহস্পতিবার রাতে নিজের মেকআপ আর্টিস্ট রাজু নাগের ছেলে গৌরবের বিয়ের অনুষ্ঠানে হাজির হন দাবাং তারকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বোরিভলিতে সালমান যখন রাজু নাগের বাড়িতে হাজির হন। তখন তার ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে। প্রিয় নায়কের সঙ্গে কেউ সেলফি তোলার চেষ্টা করেন। আবার কেউ ভাই ভাই বলে চিৎকার করতে থাকেন।

আসছে ২০ ডিসেম্বর সালমান অভিনীত বহুল আলোচিত দাবাং থ্রি ছবিটি মুক্তি পাবে। তার বিপরীতে আছেন সোনাক্ষী সিনহা।

প্রসঙ্গত ২০১০ সালে সালমান খানের দাবাং-এর হাত ধরে বলিউডে প্রথম পা রাখেন সোনাক্ষী সিনহা। এবার সেনাক্ষী সিনহার পর দাবাং থ্রি দিয়ে বলিউডে হাতেখড়ি দিলেন সাই মাঞ্জেকর।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়