• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

অপূর্ব-মেহজাবিনের 'গেম ওভার'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৯, ২০:১৩
অপূর্ব, মেহজাবিন, গেম ওভার,
ছবি সংগৃহীত

জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন অভিনীত থ্রিলার ঘরানার টেলিফিল্ম 'গেম ওভার' এলো ইউটিউবে। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের টেলিফিল্মটির বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছেন জুয়া, ধর্ষণ, প্রতিশোধ ও প্রতারণা। সঙ্গে রয়েছে পরিবার, প্রেম, দায়িত্ববোধ!

বর্তমানে রাজধানীতে জুয়ার ব্যবসা আলোচ্য ইস্যু। জুয়াড়ির নেয়ার প্রতিরাতে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ আর সম্পদের পাহাড় গড়ছে মাফিয়ারা। এই গল্পে একই সাথে ধর্ষণের মতো সংবেদনশীল ইস্যুও উঠে এসেছে।

অপূর্ব-মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, খালেকুজ্জামান, শম্পা রেজা, লরেন মেন্ডিস, শিল্পী সরকার অপু। গেম ওভার-এ দেখা গেছে অভিনেতা অপূর্বর বুদ্ধিদীপ্ত অভিনয়, সাংবাদিক মেহজাবিন এবং শতাব্দী ওয়াদুদের খলঅভিনয়ের ক্যারিশমা।

সঞ্জয় সমাদ্দার বলেন, “টেলিফিল্মের বাজেটের মধ্যে আমি ফিল্মি স্বাদ দেয়ার চেষ্টা করেছি। গল্পটায় দর্শকদের কিছুটা হলেও ভিন্নতা দিতে চেয়েছি। দর্শক তাই পেয়েছেন। সমসাময়িক অনেক বিষয় গল্পে আছে। রোমান্টিক, কমেডির পাশাপাশি আমাদের থ্রিলার গল্পের দর্শকও প্রচুর।

এটি লিখেছেন স্বরূপ চন্দ্র দে, প্রযোজনা করেছেন টার্ন প্রোডাকশন, যেটি লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাবাকে ছাড়া কেমন যেন শূন্য মনে হয় নিজেকে’
‘বড় ছেলে’র নতুন রেকর্ড 
ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটা দিন’
রঙিন থেকে সাদাকালো, আহা জীবন!
X
Fresh