• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় শেষ মুখোশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৯, ১৭:৫৭
প্রাচ্যনাট

বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে কাজ করে চলেছে প্রাচ্যনাট থিয়েটার গ্রুপ। দেশ এবং দেশের বাহিরে নিজেদের কাজের বিস্তৃতি ছড়িয়েছে প্রাচ্যনাট।

বিগত দুই বছর যাবত সিঙ্গাপুরে বার্ডস থিয়েটারের উদ্যোগে এশিয়ার বিভিন্ন নাটকের দলগুলোকে নিয়ে আয়োজন করে চলেছে “এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল”। এই উৎসবে অংশগ্রহণকারীদের বয়সসীমা ২৫ বছরে নির্ধারণ করা হয়েছে।

বিগত দুই বছর প্রাচ্যনাট এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় এবারও এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে দলটি।

২০১৯ সালের ফেস্টিভ্যালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মালয়েশিয়ার কোটা কিনাবালু সাবাহ’তে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার এবং বাংলাদেশসহ মোট ১২টি দেশের থিয়েটার গ্রুপ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে।

এইবারের ফেস্টিভ্যালের থিম নির্ধারণ করা হয়েছে “পরিবেশ”। বিশ্ব পরিবেশের বর্তমান পরিস্থিতি এবং বিপর্যয়ের বিষয় বিবেচনা করে এই বিষয়ের উপর প্রত্যেকটি থিয়েটার গ্রুপ তাদের নাটক পরিবেশন করবে।

প্রাচ্যনাট পরিবেশন করবে আজাদ আবুল কালামের লেখা এবং মিতুল রহমানের নির্দেশনায় নাটক শেষ মুখোশ। ১৫ নভেম্বর মালয়েশিয়ার কোটা কিনাবালু সাবাহ’তে মঞ্চায়ন হবে প্রাচ্যনাটের নাটকটি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সার্ভিসের গাড়িতে হামলা
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
X
Fresh