logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

নাচতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন নেহা কাক্কর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১২ নভেম্বর ২০১৯, ১৬:১৫ | আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৬:৫০
নেহা কাক্কর
ভারতের জনপ্রিয় সঙ্গীত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১১ তম সিজন শুরু হয়েছে। বিচারকের আসনে এবারও আছেন গায়িকা নেহা কাক্কর। ইন্ডিয়ান আইডলের মঞ্চে আবারও নতুন ঘটনার জন্ম দিলেন নেহা।

এই আয়োজনের মঞ্চে মাঝে মধ্যেই প্রতিযোগীদের সঙ্গে গান গাইতে দেখা যায় নেহাকে। শুধুই কী গান গাওয়া মাঝে মধ্যে তো নাচেনও তিনি।

এবার নেহা একটি গানে অনুষ্ঠানের সঞ্চালক ও সঙ্গীতশিল্পী আদিত্য নারায়ণের সঙ্গে তাল  মেলান। গান শুনতে শুনতে নেহা এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে স্টেজে চলে আসেন আদিত্যের সঙ্গে নাচতে।

আর এখানেই বিপত্তি। এমনটা হতে পারে কল্পনাও করেননি কেউই। স্টেজের মধ্যে নাচতে নাচতে পড়ে যান  নেহা। তবে কোনও রকমে রক্ষা পান গায়িকা। খুব একটা চোট লাগেনি তার।

এবারের ইন্ডিয়ান আইডলের আসরের প্রথমদিন থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না  নেহার। কদিন আগেই মঞ্চেই এক প্রতিযোগী ভক্ত হঠাৎই  নেহার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং রীতিমতো জোর করেই গায়িকার গালে চুমু খান। ওই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়। 

আরো পড়ুন

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়