logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৯, ১৩:০১
আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৩:৩৪

জয়ার ‘খাঁচা’ যাচ্ছে ওপারে, ‘কণ্ঠ’ আসছে এপারে

জয়া আহসান,  সিনেমা, ‘খাঁচা’, ‘কণ্ঠ’
জয়া আহসান
দেশের প্রেক্ষাগৃহে এবার মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘কণ্ঠ’। তবে বিনিময়ে কলকাতায় যাচ্ছে জয়ার বাংলাদেশি সিনেমা ‘খাঁচা’। চলতি বছরের নভেম্বর মাসে ‘কণ্ঠ’ মুক্তি পাবে বলে জানিয়েছে ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয়া। বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'কণ্ঠ' আসছে...বাংলাদেশে। খুব শীঘ্রই...

চলতি বছরের মে মাসে ভারতে মুক্তি পায় জয়া আহসান অভিনীত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুল আলোচিত ছবি ‘কণ্ঠ’। মুক্তির এগারো দিনেই ছবিটি আয় করে ২ কোটি রুপির বেশি। পশ্চিমবঙ্গে এখনো একাধিক প্রেক্ষাগৃহে ছবিটি চলছে। বলিউড তারকারাও ছবিটির প্রশংসা করেছেন। এছাড়া মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ‘কণ্ঠ’। ভারতের আলোচিত এই বাংলা ছবিটি এবার দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের দর্শকদের।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : যৌন হেনস্তার শিকার প্রিয়াঙ্কার স্বামী নিক (ভিডিও)
---------------------------------------------------------------------

একজন রেডিও জকির দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আছে এই সিনেমায়। সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি। ছবিতে জয়া আহসান ও পাওলি ছাড়াও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্তসহ অনেকে।

অন্যদিকে কথাশিল্পী হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত ‘খাঁচা’ সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেন আকরাম খান। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, আরমান পারভেজ মুরাদসহ অনেকে।

জিএ/পি

RTVPLUS