logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৬৫৪ জন, সুস্থ হয়েছেন ১৮৯০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

‘ভুলভুলাইয়া টু’ করবেন না অক্ষয়

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ আগস্ট ২০১৯, ০৭:১৯ | আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১০:৪৬
অক্ষর কুমার
 

‘ভুলভুলাইয়া টু’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের কথা ছিল অক্ষর কুমারের। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি করবেন না বলে জানান তিনি। ব্যক্তিগত অশান্তির জের ধরেই নাকি ছবিটি ছেড়ে দিয়েছেন তিনি।

এখন থেকে ১৩ বছর আগে পর্দায় যে ম্যাজিক দেখিয়েছিলেন অক্ষয়, সেই সুযোগ এবার তরুণ অভিনেতা কার্তিক আরিয়ানের কাছে। এই ছবিতে অক্ষয়ের মতোই কার্তিকও একজন সাইকোলজিস্টের চরিত্রে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগের ছবিতে অক্ষয়কে সাহায্য করতে যেমন এগিয়ে এসেছিলেন তার গুরু, ঠিক তেমনি সিক্যুয়েলে কার্তিকের মেন্টর হিসেবে পর্দায় মুখ দেখানোর কথা ছিল অক্ষয়ের।

ব্যস্ত শিডিউলের কারণ দেখিয়ে অতিথি চরিত্রে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেতা।

আসছে জানুয়ারির শুরু দিকে ছবিটির শুটিং শুরু হবার কথা।  এদিকে শোনা যাচ্ছে, শুধু অক্ষয়ের ব্যস্ততাই একমাত্র কারণ নয়। এই ছবির অন্যতম প্রযোজক ভূষণ কুমার। তার সঙ্গে ‘মগুল’ নিয়ে অক্ষয়ের দ্বন্দ্ব আগে থেকেই। গুলশান কুমারের বায়োপিক অক্ষয় ছেড়ে দেয়ায়, তা ভূষণের ব্যক্তিগত ক্ষোভের পর্যায়ে চলে যায়।

এ নিয়ে ছবির সাইনিং-এর টাকাও ফেরত দেন তিনি। সেকারণে নাকি ‘ভুলভুলাইয়া টু’ করতে বেঁকে বসেছেন অভিনেতা। এমন তথ্যই দিচ্ছে আনন্দবাজার পত্রিকা।  

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৬৬৭৪ ১৪১৭৫০ ৩২৬৭
বিশ্ব ১৮৭২২০৯০ ১১৯৩৬৭৬৪ ৭০৪৬৭৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়