Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৯, ১৯:২৬
আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:৪৩

প্রিয়াঙ্কাকে সমুদ্রে ফেলে দিলেন নিক

প্রিয়াঙ্কা চোপড়া,

কদিন আগেই স্বামী ও মায়ের সঙ্গে ধূমপান করা ছবির কারণে বিতর্কিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গেল ১৮ জুলাই ছিল নায়িকার ৩৭তম জন্মদিন। এদিন ২৬ বছর বয়সী স্বামী নিক জোনাস বলেছিলেন তার হৃদয় জুড়ে শুধুই প্রিয়াঙ্কা।

স্ত্রীর জন্মদিন দারুণভাবে উদযাপন করেছেন নিক। যুক্তরাষ্ট্রের মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপন করেছেন। সেই উদযাপনে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়া। এছাড়া নিকের পরিবারের লোকজন তো ছিলেনই। সেখান থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল।

আবারও একটি ছবি সবার মনোযোগ কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, প্রিয়াঙ্কাকে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিচ্ছেন নিক! এতে বোঝাই যাচ্ছে, জন্মদিনে বেশ মজায় মেতে উঠেছিলেন দুজন।

২০১৮-এর ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে হয় এই দুই তারকার। কম বয়সী নিকের সঙ্গে সম্পর্কের শুরু থেকেই নানাভাবে সমালোচনার শিকার হচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু কোনও সমালোচনার তোয়াক্কা করেননি প্রিয়াঙ্কা।

আরও পড়ুন

এম

RTV Drama
RTVPLUS