logo
  • ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬

ফিরলেন শখ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৩ জুলাই ২০১৯, ১৬:৩৬ | আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৬:৪৩
আনিকা কবির শখ
হঠাৎ হঠাৎ কি জানি হয় জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখের। হুটহাট করেই ডুব মারেন মিডিয়া থেকে। কারও সঙ্গে যোগাযোগ রাখেন না। এমনকি কেউ যোগাযোগের চেষ্টা করেও হদিস পান না ‘অল্প অল্প প্রেমের গল্পও’ খ্যাত নায়িকার।

দীর্ঘ এক বছরের বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরলেন শখ। বুধবার (৩ জুলাই) থেকে শুটিংয়ে ফিরেছেন তিনি। শেখ সেলিমের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন শখ। ঈদ-উল আজহার বিশেষ নাটক ‘সামচু ভাই সংসারী হতে চায়’নাটকে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন শখ। নাটকটি লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।

শোবিজে শখের ক্যারিয়ার শুরু একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর নাটক ও সিনেমায় অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি। প্রথম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বলো না তুমি আমার’। ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান। এরপর ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে নিলয়ের বিপরীতে দেখা যায় তাকে।

এদিকে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে সম্পর্ক গড়েন মডেল-অভিনেতা নিলয়ের সঙ্গে। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিয়ে করেন। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই বিচ্ছেদ ঘটে তাদের।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়