logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

এ কোন মেহজাবীন!

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৬ জুন ২০১৯, ১৪:৫২ | আপডেট : ২৬ জুন ২০১৯, ১৬:৪১
মেহজাবীন
মেহজাবীন চৌধুরী মানেই যেন রোমান্টিক গল্প ও মিষ্টি প্রেমের নাটক। গেল কয়েক বছরে এমনটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। ধনীর দুলালী হিসেবেই বেশির ভাগ নাটকে দেখা মিলেছে তার। আর সেসব নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। 

bestelectronics
অপূর্ব ও নিশোর সঙ্গেই জুটি হিসেবেই দর্শক মেহজাবীনকে বেশি পছন্দ করেছেন। এবার সেই নিশোকে সঙ্গে করেই ভিন্ন আঙ্গিকে আসছেন তিনি। 

সম্প্রতি নিজের নতুন নাটকের তেমনি কিছু স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন মেহজাবীন। যেখানে প্রথম দেখাতে কেউ চিনতেই পারবেন না, তিনিই মেহজাবীন। কারণ জীর্ণ-শীর্ণ ময়লা পোশাক ও কালিমাখা চেহারা এই মেহজাবীনকে ভক্তদের চেনার উপায় নেই। 

ছবি শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ভিন্ন গল্প নিয়ে আসছে...। নাটক পতঙ্গ। পরিচালনায় রিফাত মজুমদার রিংকু। 

অনেকটা একই ঘরানার নাটকে বিশেষ করে রোমান্টিক নাটকে অভিনয় নিয়ে যারা এই অভিনেত্রীর সমালোচনা করছিলেন। নতুন নাটকটি তাদের জন্য একটা জবাব হবে বলে ধারণা মেহজাবীন ভক্তদের। 

এম/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়