logo
  • ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬

সড়ক দুর্ঘটনায় আহত স্পর্শীয়া

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৭ এপ্রিল ২০১৯, ১৯:০৫ | আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:১৮

এসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

স্পর্শীয়ার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস জানা যায়, ১৬ এপ্রিল রাতে তিনি দুর্ঘটনার শিকার হন। একটি প্রাইভেটকার তার রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত। তিনি সমস্ত কার্যক্রম স্থগিত করেছেন। কয়েক সপ্তাহ বিশ্রামে থাকবেন।

আগামী ইদে মুক্তি পেতে যাচ্ছে স্পর্শীয়া অভিনীত ‘আবার বসন্ত’ ছবি। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে কাজ করেছেন তারিক আনাম খান। এছাড়া নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’, অনন্য মামুনের ‘বন্ধন’, নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালি’ ছবিতেও কাজ করেছেন স্পর্শীয়া।

 

জিএ/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়