logo
  • ঢাকা শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬

সালমান-মাধুরীর বদলে বরুণ-আলিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১০ এপ্রিল ২০১৯, ১৫:৪৯

১৯৯৪ সালের ‘হাম আপকে হায় কৌন’ সিনেমার কথা মনে আছে অনেকের। সিনেমাটি দেখে ওই সময়ে সিনেমা প্রেমীরা নিশা আর প্রেম নাথকে মনে গেঁথে নিয়েছিলেন। মুগ্ধ হয়েছিলেন তাদের অভিনয় দক্ষতায়। এই নিশা আর প্রেম ছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত। বলিউডের পরিচালক সুরাজ ভারজাতীয় ছিলেন সিনেমাটির পরিচালক।

এবার শোনা যাচ্ছে জনপ্রিয় এই সিনেমাটি রিমেক হবে। তবে নিশা আর প্রেম চরিত্র থাকলেও থাকবেন না সালমান খান ও মাধুরী দীক্ষিত। তাদের বদলে দেখা যাবে সমকালীন আলোচিত বলিউড তারকা বরুণ ধাওয়ান আর আলিয়া ভাটকে।

সম্প্রতি বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট তাদের নতুন সিনেমা ‘কলঙ্ক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে মাধুরী দীক্ষিত উপস্থিত ছিলেন। মাধুরীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বরুণ অসাধারণ অভিনেতা। আর আলিয়াও মিষ্টি মেয়ে। ভালো অভিনয় করে। তবে মাধুরীর জবাবে আলিয়া জানালেন, মাধুরী খুবই উচ্চমানের অভিনেত্রী। ওনার প্রশংসা পাওয়া ভাগ্যের ব্যাপার।

 

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়