অনলাইন ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৬, ১২:০০
আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৮
আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৮
মিস ওয়ার্ল্ড মুকুট পেলেন ক্যারিবীয় সুন্দরী

২০১৬ সালের মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিলেন ক্যারিবীয় দেশ পুয়ের্তো রিকোর সুন্দরী স্টেফনি ডেল ভালে।
১৯ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী ও সুপার মডেলের জন্ম পুয়ের্তো রিকোর রাজধানী স্যান জুয়ানে। ইংলিশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী এ তারকা নিউইর্য়কের পেস বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন স্টাডিজের শিক্ষার্থী ছিলেন।
আসরের প্রথম রানার আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের ইরিটযা মিগুলিনা রেইয়েজ রেমিরেজ। দ্বিতীয় রানার আপ মিস ইন্দোনেশিয়া নাতাশা ম্যানুয়েলা।
সেরা পাঁচে কেনিয়া ও ফিলিপাইনের সুন্দরীরা প্রতিযোগিতা করেছেন।
ওয়াই/ জেএইচ