• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ব অটিজম দিবসে আরটিভির বিশেষ অনুষ্ঠান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৯, ১৫:৪৩

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার, শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক বিষয়ে সমাজে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ এর প্রতি সংহতি প্রকাশ করে আরটিভি পঞ্চমবারের মতো আয়োজন করছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ (২ এপ্রিল) মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠানটি আরটিভিতে সম্প্রচার শুরু হবে।

এবার ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটির প্রতি সংহতি প্রকাশ করে আরটিভি পঞ্চবারের মতো আয়োজন করছে বিশেষ এই অনুষ্ঠান।

সৈয়দা মুনিরা ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা দেখানো হবে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, কণ্ঠশিল্পী মেহরিন, চিত্রশিল্পী মনিরুজ্জামান, চিত্রশিল্পী শিবু কুমার শীল প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নাচ, গান, অভিনয়, র‍্যাম্প শো ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। আরও থাকবে সিসিমপুরের দলের পরিবেশনা। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh