• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘জয় বাংলা কনসার্ট’ আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৯, ১৪:২৯

আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ জয় বাংলা কনসার্ট আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এবারের কনসার্টে ৮টি ব্যান্ড অংশ নেবে। ইয়াং বাংলা আয়োজিত কনসার্টে ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস।

পঞ্চমবারের আয়োজিত কনসার্টটি ৭ মার্চ বিকাল ৩টা থেকে শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক বছর ধরে এই কনসার্ট আয়োজন করছে ইয়াং বাংলা।

এরই মধ্যে কনসার্টটি সবার মাঝে সাড়া জাগিয়েছে। জানা গেছে, কনসার্টে অংশ নেয়া ৮টি ব্যান্ড তাদের নিজস্ব গান ছাড়াও বরাবরের মতো স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গানও গাইবে।

২০১৫ সাল থেকে ইয়াং বাংলা প্রতিবছর এই কনসার্টের আয়োজন করে আসছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেয়ার পর এই উদযাপনটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এম/ডি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে আমেরিকা
বুবলীকে নিয়ে নতুন করে যা বললেন অপু বিশ্বাস
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
X
Fresh