• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সেন্সরে ‘স্যাটারডে আফটারনুন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

ছবির নাম ‘স্যাটারডে আফটারনুন’। বাংলা নাম ‘শনিবার বিকেল’। দেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ এটি।

শুটিং শেষ হয়েছে আগেই। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পালা। এরই মধ্যে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে ছবিটি। পরিচালকের ভাষ্য, ছবিটি হোলি আর্টিজান ঘটনার ওপর নির্মিত নয়। তবে হোলি আর্টিজান ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়েছি। হোলি আর্টিজানে ট্র্যাজেডি যেমন আছে, তেমনি আছে বীরত্বগাথা এসব আমাদের অনুপ্রেরণা।

শুটিং শেষে ছবিটি নিয়ে ফারুকী বলেছিলেন, একটা শনিবার বিকেল, সুন্দর বিকেল, ঝরঝরে বিকেল, চমৎকার বিকেল, কী করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল, তা-ই বলতে চেয়েছি। কিন্তু আমাদের গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকল না, আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার। আমাদের গল্পটা বিভীষিকার ব্যাকড্রপে বানানো হলেও আমাদের গল্পটা শেষ পর্যন্ত স্বপ্ন দেখা আশা নিয়ে।

শুটিং চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ ফারুকীর ‘স্যাটারডে আফটারনুন’ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ইরেশ যাকের, ভারতের পরমব্রত, নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানিসহ অনেকে। ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তির কথা রয়েছে।

এম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়িতে মিলল ৪৫ গোখরা সাপের বাচ্চা
শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস
বাকি না দেওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা
মোংলায় কনটেইনারবহী জাহাজ আসার নতুন রেকর্ড 
X
Fresh