• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাধুরী বললেন খবরটি মিথ্যা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৩০

বলিউডের এক সময়ের আবেদনময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে গতকাল একটি খবর প্রকাশিত হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয় আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন মাধুরী।

তবে খবরটি মিথ্যা একথা নিজেই বললেন মাধুরী। ওই খবরে বলা হয় পুনে থেকে এবার লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হিসেবে দেখা যাবে মাধুরীকে। তবে মাধুরীর মুখপাত্রের ভাষ্য, এই খবর সম্পূর্ণ মিথ্যা।

এদিকে চলতি বছরের জুন মাসে সম্পর্ক সমর্থন অনুষ্ঠানে অমিত শাহ মুম্বাইয়ে মাধুরী দীক্ষিতের বাড়িতে দেখা করতে যান। তখন থেকে জল্পনা শুরু হয়েছিল। গতকাল পুনে লোকসভা কেন্দ্র থেকে মাধুরীর নাম ওঠায় রীতিমতো অবাক হয়ে যায় রাজনৈতিক মহল।

এর আগে লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে পুনে কেন্দ্রটি ছিনিয়ে নেয় বিজেপি। ৩ লাখ ভোটের বেশি ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী অনিল শিরোল। তাইতো এই আসনে মাধুরীর নাম ওঠায় অনেকে বিশ্বাস করে নেয়।

১৯৮৪ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন মাধুরী। বিয়ের পর পেশাদারী অভিনয় ছেড়ে দিলেও মাধুরীর মাদকতা এখনও একইরকম। বিজেপি সেই উন্মাদনাকেই লোকসভা নির্বাচনে ব্যবহার করতে চায়, তা নিয়ে কোনও দ্বিমত নেই।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
X
Fresh