• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে রণবীর-দীপিকার বিয়ের ছবি প্রকাশ করা নিষেধ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৮, ১১:০০
ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে সিনেমায় জুটি হয়ে অভিনয় করতে গিয়ে প্রেমে জড়িয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এবার বসলেন বিয়ের পিঁড়িতে। গত বুধ ও বৃহস্পতিবার ইতালির লেক কেমোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও বিয়ের কোনো ছবি ওইদিন প্রকাশ হয়নি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিয়ের আয়োজনে মাত্র ৪০জন অতিথি আমন্ত্রণ পেয়েছেন। তবে বেশ গোপনীয়তার মাঝেই অতিথিদের সেখানে যেতে হয়। অতিথিদের আগেই জানানো হয়েছে বিয়ের আয়োজনে কোনও ছবি তোলা যাবে না। এজন্য অতিথিদের মোবাইল ক্যামেরাতে আলাদা স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।

শুধুমাত্র রণবীর-দীপিকার নিয়োগকৃত ফটোগ্রাফারই ছবি তোলার সুযোগ পেয়েছেন। যার ফলে বিয়ের কোনও ছবি শেয়ার হয়নি অনলাইন দুনিয়ায়। এবার জানা গেলো, বিয়ের ছবি প্রকাশ না করার কারণ।

রণবীর-দীপিকা তাদের বিয়ের ছবি নাকি নিলাম করবেন। নিলামের পর যে পরিমাণ অর্থ পাবেন, তা একটা দাতব্য সংস্থাকে দান করবেন। এই সংস্থার নাম ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’। দীপিকা নিজে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছেন। সংস্থাটির কাজ হলো মানসিক অবসাদ থেকে মানুষকে বাইরে বের করে আনা।

এদিকে বিয়ের অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তাদের আগেই জানানো হয়েছিল, কোনো রকম উপহার গ্রহণ করা হবে না। উপহারের বদলে শুধুমাত্র নগদ অর্থ গ্রহণ করা হবে। আর সেই অর্থ ওই দাতব্য সংস্থাটির কাজে ব্যয় করা হবে। নিজেদের বিয়েতে উপার্জিত অর্থ দিয়ে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চান রণবীর-দীপিকা।

আরও পড়ুন :

পিআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নগ্ন পুরুষদের নিয়ে বিদ্যা বালানের মন্তব্য
রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি
এ কী হাল দীপিকার!
সন্তানের নাম ঠিক করলেন রণবীর-দীপিকা
X
Fresh