• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিজ বাসা থেকে পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

আনাম তানোলি, পাকিস্তানি ফ্যাশন মডেল। শনিবার লাহোরে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ। খবর খালিজ টাইমস।

দেশটির পুলিশ সূত্র জানায়, ২৬ বছরের ওই মডেলের বাসায় গিয়ে দেখা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। সেখান থেকে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।

ওই মডেল দুই মাস আগে ইতালি থেকে পাকিস্তানে আসেন।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আনাম তানোলি মানসিকভাবে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া ব্যক্তিগত ও পেশাগত সমস্যায় ভুগছিলেন।

এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য লাহোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ডন পত্রিকার এক প্রতিবেদনে জানা গেছে।

পুলিশ আরও জানায়, ফ্যাশন মডেল আনাম তানোলির মায়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। আরও অনুসন্ধান চলছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
X
Fresh