• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ছুটির দিনে ‘হাছনজানের রাজা’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৮, ১২:৪০
‘হাছনজানের রাজা’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চে এনেছে মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’। এটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা।

সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষন শ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ও মরমী গীতিকবি হাছন রাজা। তাকে নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণির (বেইলী রোড) বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এই নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সঙ্গীত পরামর্শক হিসেবে ছিলেন হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী এবং সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু।
-------------------------------------------------------
আরও পড়ুন : দ্বিতীয় বিয়ে করার কারণ জানালেন আমির খান
-------------------------------------------------------