• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

শেষ হচ্ছে ‘হাইওয়ে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৮, ১৭:১১

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য নিয়ে সিরাজ সাহেব ব্যবসার কাজে সিলেটের উদ্দেশ্য রওনা হন। এদিকে রাস্তায় বিপদে পড়ে তমাল ও জেরিন নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছেলেমেয়ে। তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সিরাজ সাহেবের গাড়িতে তারা লিফট চায়।

তমাল-জেরিনের অসহায় অবস্থা দেখে না করতে পারেন না সিরাজ সাহেব। তারপর গাড়িতে উঠার পর একসময় মুড পরিবর্তন হতে থাকে তমাল-জেরিনের। ধীরে ধীরে তারা তাদের ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দেন তারা গাড়ি ছিনতাইকারী।

--------------------------------------------------------
আরও পড়ুন : পরিচালক বললেন, ‘পারিশ্রমিক নিয়ে প্রযোজক-নায়িকার দ্বন্দ্ব হতে পারে’
--------------------------------------------------------

তারপর বাকবিতণ্ডার মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে। একপর্যায়ে সহজসরল সিরাজ সাহেবকে আধমরা অবস্থায় রাস্তার উপর ফেলে চলে যায় তমাল-জেরিন।

এরপর খুব আনন্দে চলতে থাকে তমাল-জেরিনের গাড়ি। একটা সময় গাড়িটি পুলিশ থামালে গল্প মোড় নেয় অন্যদিকে। দেখা যায় গাড়ির মধ্যে লাশ। তাহলে কে খুন করেছে?

এমন অনেক প্রশ্নের জন্ম দিয়ে এগিয়ে চলে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘হাইওয়ে’। শেষ পর্যন্ত কী হয়, তা জানা যাবে আজ বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে জিটিভিতে। ধারাবাহিকটি নির্মাণ করেছেন তরুন নির্মাতা মানসুর আলম নির্ঝর।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শ্যামন্তি সওমি, আতিক রহমান, মাসুদা বিজলিসহ আরো অনেকে।

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় ড্রোনের মাধ্যমে দেওয়া হবে ট্রাফিক নির্দেশনা
‘মহাসড়কে কোনো লক্কড় ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না’ 
ঈদে লক্কড়-ঝক্কড় বাস চলাচল সম্পূর্ণ বন্ধ : হাইওয়ে পুলিশ
কাভার্ডভ্যানচাপায় শিক্ষকের মৃত্যু
X
Fresh