• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড

সেরা চলচ্চিত্র সম্পাদনা লি স্মিথ

বিনোদন ডেস্ক

  ০৫ মার্চ ২০১৮, ১১:০৩
ছবি : সংগৃহীত

এবারে অস্কারে সেরা চলচ্চিত্র সম্পাদনার পুরস্কার অর্জন করেছেন ‘ডানকার্ক’ ছবির ফিল্ম এডিটর লি স্মিথ। সেরা চলচ্চিত্র সম্পাদনার এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন জোনাথন এমোস ও পল ম্যাকলিস (বেবি ড্রাইভার), লি স্মিথ (ডানকার্ক), টাটিয়ানা এস রিগাল (আই, টনিয়া), সিডনি ওলিনিস্কি (দ্য শেপ অব ওয়াটার), জন গ্রেগরি (থ্রি বিলবোর্ডস আউটসাইট এবিং, মিসৌরি)।

পুরস্কার নিতে গিয়ে লি স্মিথ বলেন, ‘এটা আমার প্রথম অস্কার। আমি ধন্যবাদ জানাই ‘ডানকার্ক’ ছবির পরিচালক ক্রিস্টোফার নোলানকে।’

একই সাথে দর্শকসারিতে বসে থাকা স্ত্রী আর কন্যাকেও ধন্যবাদ জানান ৫৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় চলচ্চিত্র সম্পাদক।

--------------------------------------------------------
আরও পড়ুন: অস্কারে সেরা পার্শ্ব–অভিনেতা স্যাম রকওয়েল
--------------------------------------------------------

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার (৫ মার্চ) ভোরে বসেছে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল।

বিশ্বব্যাপী এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।

জমকালো এই আয়োজনকে ঘিরে বিশ্বের সব জনপ্রিয় তারকারা এসেছেন ডলবি থিয়েটারে। সেখানে বসেছে তারকাদের মিলনমেলা।

আরও পড়ুন:

পিআর/কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কার আসরে তালি দিয়ে ভাইরাল অভিনেতা কুকুর
যাদের হাতে উঠল ৯৬তম অস্কার পুরস্কার
অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা!
অস্কার জিতে নিলো ‘ওপেনহাইমার’
X
Fresh