logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

বেদনার অশ্রুতে শ্রীদেবীর শেষ যাত্রা

বিনোদন ডেস্ক
|  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৬ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৯
সবশেষ পাওয়া তথ্য মতে, বুধবার দুপুর ৩টার দিকে মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে শ্রীদেবীর মরদেহবাহী গাড়ি বের হয়। ভিলে পারলে শ্মশানে বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর।

শেষ যাত্রায় বেরোনোর আগে কান্নায় ভেঙে পড়েন শ্রীদেবীর অগণিত ভক্ত। চোখ ছলছল করে করে ওঠে বলিউড সেলিব্রেটিদেরও।

এর আগে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার সকাল ৬টা থেকেই রাস্তায় জনতা ভিড় করতে শুরু করে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা জনসমুদ্রে রূপ নেয়। ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয়েছে ক্লাবের দরজা। এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য বলিউড তারকাও এসেছিলেন।

‘লমহে’ সিনেমার শুটিং-এর সময়ই শ্রীদেবী জানান, তার মৃত্যুর পর যেন সবকিছুই সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়।

এদিন সকালে সবার আগে স্পোর্টস ক্লাবে পৌঁছান প্রযোজক-পরিচালক করণ জোহর। এরপর উপস্থিত হন শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুর। অমিতাভ বচ্চন, জিতেন্দ্রর পর শ্রীদেবীকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিদ্যা বালান।

প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে এসেছিলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রায় কাপুর। সস্ত্রীক আসেন শহীদ কাপুর।

শাশুড়ি জয়া বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাইবচ্চন। আরও এসেছিলেন টাবু, জ্যাকলিন ফার্নান্ডেজ, অক্ষয় খান্না প্রমুখ। 

এছাড়া কাজল, অজয় দেবগণ, সুস্মিতা সেন, ঊর্বশী রাওতেলা, হেমা মালিনীসহ অনেকে শ্রীদেবী শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।

আরও পড়ুন:

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়