• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফুটবল মাঠে শাকিবের অবিশ্বাস্য জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৪

বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক বনভোজনে ফুটবল খেলবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এ খবর আরটিভি অনলাইনের মাধ্যমে পাঠকরা প্রথম জেনেছিলেন।

আজ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে লাল ও হলুদ জার্সি পরে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিলেন।

নির্ধারিত সময়ে হাজির হন শাকিব খানও। লাল-কালো রঙের ১০ নম্বর জার্সি পরে ফুটবল খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ৪-১ গোলের এক অবিশ্বাস্য জয় তুলে নেয় শাকিবের দল!

শাকিবের দলের হয়ে খেলেছেন অমিত হাসান, আলেকজান্ডার বো, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ অনেকে। অন্যদিকে হলুদ জার্সি পরিহিত পরিচালকদের হয়ে খেলেছেন চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, ইস্পাহানী আরিফ জাহান (যুগল নির্মাতা), মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, অপূর্ব রানা, পল্লী মালেকসহ আরও অনেকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: লাভেলো আর জেনারেশনে আজ গাইবে ঢাকার ব্যান্ড পরাহো
--------------------------------------------------------

প্রীতি এই ফুলবল ম্যাচটি নির্ধারিত ৩০ মিনিট খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে দুই দলের সম্মতিতে ম্যাচের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ চলে যায় টাইব্রেকারে। গোলরক্ষক আলেকজান্ডারের অসামান্য নৈপূণ্যে ৪-১ গোলে জয় তুলে নেয় শাকিবের দল।

খেলা শেষে শাকিব খান বলেন, ‘জয় পরাজয় বড় নয়। আমরা অনেকদিন পর সবাই মিলিত হয়ে একসঙ্গে আনন্দ করলাম এটাই বড় ব্যাপার। টানা শুটিং করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। ফিল্ম ক্লাবের এই বনভোজনটিতে এসে ভীষণ ভালো লাগছে।’

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব জল্পনা-কল্পনার অবসান, শাকিবের ‘তুফান’-এ চঞ্চল
জয়কে নিয়ে নেওয়া সিদ্ধান্তে মন খারাপ শাকিবের পরিবারের
ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে ‘রাজকুমার’
জয় এখন নামাজ পড়া শুরু করেছে : অপু বিশ্বাস
X
Fresh