• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রহস্যে ঘেরা ‘কালপুরুষে’ অভিষেকের সুর

আরটিভি নিউজ

  ২৩ মে ২০২৪, ১৭:১৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

রহস্যে ঘেরা ওয়েব সিরিজ ‘কালপুরুষ’ অবশেষে আজ (২৩ মে) দেশের একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। সিরিজটির চিত্রনাট্য এবং পরিচালনার করেছেন সালজার রহমান এবং সংগীত পরিচালক অভিষেক ভট্টাচার্য।

২০২২ সালে নুহাশ হুমায়ূনের রচনা ও পরিচালনায় ভৌতিক ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’র পর যৌথ সংগীত পরিচালক হিসেবে চরকিতে এটি তার দ্বিতীয় কাজ। ৭ পর্বের খুন আর রহস্যে ঠাসা এই গল্পকে অভিষেকের সুর দিয়েছে এক ভিন্ন উপস্থাপনা।

সিরিজটিতে কাজ করা প্রসঙ্গে অভিষেক বলেন, ইউনিক একটা গল্প, এ রকম স্ক্রিপ্ট একজন সুরকারের জন্য স্বপ্নের মতো। সালজার ভাই ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ। উনি ভীষণ হেল্পফুল আর কাজের ক্ষেত্রে আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন। তার থেকে অনেক কিছু শেখার আছে।

সিরিজে এলিটা করিমের কণ্ঠে ‘মহাকাল’ শিরোনামের গানটির প্রযোজনা ও সুরকার অভিষেক ভট্টাচার্য। এ ছাড়াও নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য ও বাংলাদেশ থেকে হলিউডে রিলিজ হওয়া প্রথম চলচ্চিত্র ‘ফরেইনার্স ওনলি’র সুরকার তিনি।

মিস্ট্রি, টাইম ট্রাভেল, সাইন্স ফিকশন ঘরানার সিরিজ ‘কালপুরুষ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা সোবহান সহ আরও প্রমুখ শিল্পীরা। সিরিজটির দেশের একটি ওটিটি প্লাটফর্মে রিলিজ হবে আজ রাত ৮টায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা সবসময় শয়তানের ওপর দোষ চাপিয়ে বাঁচতে চাই: তাসনিয়া ফারিণ
শাহরুখপুত্রের ওয়েব সিরিজে সালমান, রয়েছে আরও চমক
ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ, বিপরীতে কে?
বাংলাদেশের ওয়েব সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়