• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ, বিপরীতে কে?

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ জুন ২০২৪, ০৯:২৪
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। অভিনয়গুণে জয় করেছেন দর্শকের মন। বিশেষ করে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয় করে কুড়িয়েছেন সর্বমহলের প্রশংসা। নতুন খবর হলো, এবার এই অভিনেতাকে দেখা যাবে ভারতীয় নির্মাতা সৌমিক সেনের নতুন ওয়েব সিরিজে। এতে তার সঙ্গে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

সিরিজটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে। ইতোমধ্যে দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই বিস্তারিত বলতে রাজি নন তিনি।

এ ব্যাপারে আরিফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কোনো মন্তব্য করতে চাননি। শুধু এতটুকুই বলেন, সময় হলে সব জানাবেন।

সব ঠিক থাকলে সিরিজটি প্রযোজনা করবেন অর্পিতা চট্টোপাধ্যায়। দৃশ্যধারণও শুরু হবে শিগগিরই।

প্রসঙ্গত, এর আগে ভারতের দুটি ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। একটি হলো অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’, অপরটি রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত দুটি সিনেমা— মিঠু খানের ‘নীলচক্র’ ও রায়হান রাফীর ‘নূর’।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত হত্যার জবাব দিলেন না ভারতীয় হাইকমিশনার
কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ 
বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় শিবিরে নতুন চমক