• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

জনপ্রিয় দক্ষিণী নির্মাতা সংগীত শিবান মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২৪, ১১:৩২
ছবি : সংগৃহীত

জনপ্রিয় মালয়ালাম পরিচালক ও চিত্রগ্রাহক সংগীত শিবান আর নেই। বুধবার (৮ মে) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

১৯৮৯ সালে হিন্দি সিনেমা ‘রাখ’-এ নির্বাহী প্রযোজক হিসেবে ক্যারিয়ার শুরু করেন সংগীত শিবান। পরে ১৯৯০ সালে রঘুবরণ ও উর্বশী অভিনীত মালয়ালাম সিনেমা ‘বিয়োম’ দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন।

এরপর ১৯৯২ সালে মুক্তি পায় তার নির্মিত মালয়ালম সিনেমা ‘যোদ্ধা: দ্য ওয়ারিয়র’। সুপারস্টার মোহনলাল অভিনীত সিনেমাটি ওই সময় ব্যাপক আলোড়ন তুলেছিল।

সানি দেওল ও সুস্মিতা সেন অভিনীত ‘জোর’ সিনেমা পরিচালনার মাধ্যমে ১৯৯৮ সালে বলিউডে অভিষেক হয় সংগীত শিবানের। পরে তিনি ‘কেয়া কুল হ্যায় হ্যাম’, ‘আপনা সাপনা মানি মানি’, ‘ক্লিক’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’র মতো সিনেমা নির্মাণ করেন। সবশেষ ২০১৯ সালে বলিউডে মুক্তি পায় তার পরিচালিত ‘ভ্রম’ সিনেমাটি।

পরিচালনার পাশাপাশি নিজের বেশ কিছু সিনেমার জন্য চিত্রনাট্যও লিখেছেন শিবান। তার প্রয়াণে মালয়ালম ও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh