• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

মুগ্ধতা ছড়ালেন নিপুণ-তারিন-নাবিলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ নভেম্বর ২০১৭, ২৩:০৬

দেশ সেরা র‍্যাম্প মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আরটিভি লুক@মি ফ্যাশন রানওয়ে ও বেস্ট লুক ২০১৭’ ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। ফ্যাশন রানওয়েতে চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-নৃত্যশিল্পী তারিন জাহান ও উপস্থাপিকা-অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা কিউ-স্টপার হিসেবে ছিলেন।

তাদের সঙ্গে অংশ নেন একঝাক মডেল। ঐতিহ্যবাহী পোশাকে জমকালোভাবে মডেলরা নিজেদের মেলে ধরেন অনুষ্ঠানে।

বুধবার সন্ধ্যায় বেঙ্গল স্টুডিওতে এই অনুষ্ঠান প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবিলা নূর। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা ও ঝিলিক।

বাঙালির ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে নবান্ন। প্রাচীনকাল থেকেই বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায় এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে।

অগ্রহায়ণের শুরু থেকেই গ্রামবাংলায় চলে নানা উৎসব-আয়োজন। শহুরে জীবনেও এর প্রভাব বহমান সমানভাবে।

তাইতো ১লা অগ্রহায়ণে শুরু হয় নবান্ন উৎসবের আমেজ। সে ধারাবাহিকতায় আরটিভিও বরাবরের মতো আযোজন করে নবান্ন উৎসব।

লুক@মি বেস্ট লুক ২০১৭ প্রথম হয়েছেন মডেল-অভিনেত্রী আইরিন আফরোজ।

যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছেন মেঘলা মুক্তা ও তানজিলা জামান মিথিলা এবং তৃতীয় হয়েছেন আয়েশা মারজানা।

অনুষ্ঠানে বিউটি এক্সপার্ট হিসেবে কাজী কামরুল ইসলাম, আফরোজা পারভিন, নিলোফার খন্দকার এবং ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, মানটাসা আহমেদ, সোমিন আফরিনকে ক্রেজ প্রদান করা হয়।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, লুক@মি ম্যাগাজিনের মাধ্যমে আমরা চেষ্টা করি ভালো ভালো বিষয়গুলো পাঠকদের কাছে তুলে ধরতে। আরটিভি সবসময় দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। আজকের আয়োজনে যারা পারফর্ম করে মঞ্চ উজ্জ্বল করেছেন সবাইকে শুভেচ্ছা। আগামীদিনেও আমরা দেশীয় সংস্কৃতিকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারবো আশা করছি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিপুণের হারে কেন এতো খুশি মুনমুন
মিশা-ডিপজলকে জয়ের মালা পরিয়ে দিলেন নিপুণ (ভিডিও)
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
মিশা-ডিপজলের কাছে কত ভোটে হারলেন কলি-নিপুণ
X
Fresh