• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ইমু শিকদারের বৃহস্পতি তুঙ্গে

আরটিভি নিউজ

  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৫
সংগৃহীত
ছবি : সংগৃহীত

এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী ইমু শিকদারের বৃহস্পতি এখন তুঙ্গে। একটা সময় টেলিভিশন সিরিয়ালে ব্যস্ত সময় পার করেছেন তিনি। তবে গত দুবছর ধরে একক নায়িকা হিসেবে নাট্য জগতে শক্ত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছেন ইমু। হাল সময়ে ইউটিউবে ভিউ নির্ভর নাটকের সময়ে তার অসংখ্য নাটক কয়েক মিলিয়ন ভিউ রয়েছে। সেই জায়গা থেকে ইউটিউব কেন্দ্রিক নাটকে দিন দিন চাহিদা বাড়ছে ইমুর।

ইমু শিকদার বলেন, দর্শক আমার অভিনীত নাটক পছন্দ করছেন। এটাই বড় প্রাপ্তি। একজন অভিনেত্রী হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয়ের জন্য আমি প্রস্তুত। এছাড়া একজন অভিনেত্রী হিসেবে ওটিটি বা নাটক সবখানেই সমানতালে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি খুব লাকি এত দর্শক আমার নাটক দেখেন। দর্শকের এই ভালোবাসার মূল্য দিতে আমি সব সময় প্রস্তুত। সামনে আরও অনেক ভালো কাজে আমাকে দেখতে পাবেন।

ইমু শিকদার অভিনীত চোর যখন বাসর ঘরে, নবাব যখন ড্রাইভার, বান্ধবী যখন সতীন, গান পাগলা, ঝটপট নাণ্টু সার্ভিস, মেট্রোরেল কোচিং সেন্টার, শালা ভার্সেস দুলাভাই, সঙ-সার, বউ আমার অহংকার, কিস্তিতে হানিমুন, শরম আলী, বিয়ে তোকে করতেই হবে, বিদেশি মতিন, প্রবাসী পাত্র, যৌতুক পরিবহন, দিনে বাঘ রাতে বিড়াল, পেইনফুল ভাড়াটিয়া, হারকিপ্টা বউ, মা আগে না বউ আগে, গ্যারেজ লাভার, জামাই চোর বউ চুন্নি, অহংকার, নয়া জামাই, অ্যাকশন ভার্সেস রিঅ্যাকশন, মামু ভাগিনা একছের, টেম্পু লাভার, প্রবাসীর ঈদ, বউ পণ্ডিত, জন্মগত মাতাল নাটকগুলো দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজের নানা অসঙ্গতি নিয়ে তানিনের ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’
নারীবাদ নিয়ে নোরা ফাতেহির মন্তব্য, ক্ষুব্ধ নেটিজেনরা
ছোটবেলার ভয়াবহ যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী চূর্ণী
অটোগ্রাফ দিয়ে প্রতারণার শিকার অভিনেত্রী!
X
Fresh