• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় বছরে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫
দ্বিতীয় বছরে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’
দ্বিতীয় বছরে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’

দ্বিতীয় বছরে পা দিল বাংলাদেশে প্রবর্তিত প্রথম প্রতিযোগিতামূলক নাট্যপুরস্কার ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২৩’। মঞ্চকন্যা ইশরাত নিশাত স্মরণে ২০২২ সালে শুরু হয় এই উদ্যোগের যাত্রা।

২০২২ সালে জাতীয় নাট্যশালায় আট ক্যাটাগরিতে সেরাদের হাতে প্রথমবারের মতো তুলে দেওয়া হয় ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় বছর অতিক্রম করল ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২৩’। আগামী ৯ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জমকালো আয়োজনে সেরাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

জানা গেছে, চলতি বছর নির্বাচিত ৩৩টি নাটক থেকে মূল্যায়ন করে মোট ৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

এবার এই ক্যাটাগরিতে নতুনভাবে ‘পোশাক পরিকল্পক’ ক্যাটাগরি যুক্ত হয়েছে। প্রতিটি পুরস্কারে আর্থিক মূল্য ২৫ হাজার টাকা ও সঙ্গে একটি ক্রেষ্ট এবং সার্টিফিকেটও থাকবে। শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার মূল্য ১ লক্ষ টাকা।

প্রসঙ্গত, জীবদ্দশায় নানা সাংস্কৃতিক আন্দোলনে সরব থাকতে দেখা গেছে ইশরাত নিশাতকে। ২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২০২২ সাল থেকে শুরু করে প্রতিবছর তার মৃত্যুবার্ষিকীতে সেরাদের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কারটি।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খল অভিনেতা ড্যানিয়েল আর নেই
হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী
বছরে দেশের ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ হৃদরোগে মারা যায়
অভিনেতা ঋতুরাজ আর নেই
X
Fresh