• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মিশা ভাই চলচ্চিত্রের রাজনীতি ভালো বোঝেন : ডন (ভিডিও)

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৪, ২১:০০
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢালিউডের একসময়ের দাপুটে খল অভিনেতা ডন। তিনি নন্দিত নায়ক সালমান শাহর সঙ্গে ২৫টি সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় না ফেরার দেশে চলে যান সালমান শাহ। এদিকে ডনের ক্যারিয়ারেও ঘটে ছন্দপতন। এর কারণ হিসেবে অনেক সময়ই তিনি ফিল্ম পলিটিক্সকেই দায়ী করেন। পাশাপাশি অন্যতম জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরকেও নিয়েও নানা মন্তব্য করেছেন।

এদিকে সম্প্রতি আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডন বলনে, মিশা ভাইকে আমি স্যালুট জানাই। কারণ, তিনি একদম পারফেক্ট সিনেমার জন্য। চলচ্চিত্রে রাজনীতি বলে একটা কথা আছে যেটি মিশা ভাই খুব ভালো বোঝেন। ভালো রাজনীতিবিদদের পাশাপাশি তিনি বেশ ভালো বক্তাও। আমরা আসলে এতকিছু বুঝি না। ভালোবেসে সবার সঙ্গে কম টাকা হলেও কাজ করি।

শিল্পী সমিতি নিয়ে নিপুণ ও জায়েদ খানের প্রসঙ্গ টেনে এই খল অভিনেতা বলনে, ছোট্ট একটা সমিতি, ছবি করার খবর নেই সারাক্ষণ রাজনীতি নিয়ে ব্যস্ত। আরে ভাই তুমি কাজ করলে তোমার টাকা দিয়ে কেন ভোট কিনতে হবে বা কেন হাতে-পায়ে ধরতে হবে? আমি বুঝি না একজন শিল্পী কেনো অন্য শিল্পীকে নিয়ে জেলাসি করবে? শিল্পীদের মন হবে উদার, তাহলেই শিল্পের বিকাশ ঘটবে।

প্রসঙ্গত, সালমান শাহ অভিনীত ২৭টি ছবির মধ্যে ২৪ টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ডন। তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে ‘এ জীবন তোমার আমার, বিক্ষোভ, ভালোবাসার মূল্য কত, তোমাকে চাই, ফুলের মতো বউ, বিয়ের ফুল, জীবন সংসার, ভালোবাসা কারে কয়, মহামিলন, মিলন হবে কত দিনের মতো ছবি।

ডন অভিনীত ছবির সংখ্যা প্রায় সাড়ে ৬শ’। চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি চলচ্চিত্রও প্রযোজনা করেন। পাশাপাশি গড়ে তুলেছেন ব্যান্ড দল ‘আর্কাইভ’। জড়িত আছেন নানারকম সামাজিক কর্মকাণ্ডে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা
X
Fresh